রসিক গোপালের চালাকি গোপাল ভাঁড় রসিক গোপালের চালাকি একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আরজি জানাল। পাঁচ টাকা দেনা ছিল সাত টাকার দাবিতা মুদি মহারাজের কাছে নালিশ করল। গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল ‘সাত টাকা নয় হুজুর, পাঁচ টাকা দেনা, আমি ক্রমে আস্তে-আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তি-বন্দী করার হুকুম দিন।’ মহারাজের তাতে আপত্তি ছিল না। কিন্তু গোল বাধলো দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে, সাত টাকা; দেনাদার বলে পাঁচ টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল- খাতা অনুসারে সাত টাকাই দেনা দাঁড়ায় বটে! গোপাল খাতার ভেতর লেখা ভালভাবে দেখে বলল ‘হুজুর! এই যে দেখুন, কত বড় জোচ্চুরি। যে-কদিন অড়র ডাল নিয়েছি, সেই কদিনই মুদি আমার নামে ঘি-ও লিখে রেখেছে। অথচ আমি কোন দিন অড়র-ডালে ঘি খাই না। আমি গরীব মানুষ কি ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের কি সম্ভব অড়হরের ডাল ঘি খেতে পারা?’ মুদি বললে- ‘দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে, ঘি না দিয়ে কি কেউ অড়হর ডাল রান্না করে খেতে পারে?’ মহারাজের তাই মনে হলো। মহারাজের নি...
শ্রীশ্রীঠাকুরের অমৃত বাণী---- " ভাগ্যই সকল ফলদাতা, কেবলমাত্র কর্ম্মই জীবের অধিকার। ভাগ্যকে ছাড়িয়া ভুলবশতঃ প্রার্থনার সঞ্চার হইয়া থাকে। বেদবানী - ২য় খণ্ড-৩১[ সত্যনারায়ণই মুক্তির পথ: শ্রীশ্রীঠাকুরের দর্শন ১.ভূমিকা ভূমিকা: আমাদের নিয়তি কি পূর্বনির্ধারিত, নাকি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে? শ্রীশ্রীঠাকুর এই প্রাচীন প্রশ্নের একটি সুস্পষ্ট উত্তর দিয়েছেন তাঁর অমর বাণীতে। বাণী: আজ আমরা বেদবানী - ২য় খণ্ড - ৩১ থেকে একটি বিশেষ বাণীর গভীর অর্থ উপলব্ধি করব। বাণীটি হলো: "ভাগ্যই সকল ফলদাতা, কেবলমাত্র কর্ম্মই জীবের অধিকার। ভাগ্যকে ছাড়িয়া ভুলবশতঃ প্রার্থনার সঞ্চার হইয়া থাকে। সত্যনারায়ণই জীবের জন্মমৃত্যু জরাবদ্ধ হইতে মুক্তি করিতে সমর্থ। সত্যনারায়ণের সেবা করিবেন।" ২. পয়েন্ট-টু-পয়েন্ট বিশ্লেষণ ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে বাণীর প্রতিটি অংশ ব্যাখ্যা করা হবে। পয়েন্ট ১: ভাগ্যই সকল ফলদাতা, কেবলমাত্র কর্ম্মই জীবের অধিকার। ব্যাখ্যা: শ্রীশ্রীঠাকুর এখানে কর্ম এবং ফলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। তিনি শেখাচ্ছেন যে আমাদের কর্মের ফল আমাদের হাতে ন...