একটি মা হরিণের সন্তান জন্মদানের সময় উপস্থিত হলো। এজন্য সে বনের এক ধারে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করল। কিছু সময় পর তার প্রসব বেদনাও উঠল।
কিন্তু বিধি বাম!
চারপাশ থেকে ধেয়ে এলো একের পর এক বিপদ। আকাশ কালো করে মেঘ জমল, চারদিকে বড় বড় বাজ পড়তে লাগলো, সেই বাজ থেকে জঙ্গলে ছড়িয়ে পড়ল আগুন!
সামনে আগুনের লেলিহান শিখা, পিছনে উত্তাল নদী, ডানে ক্ষুধার্ত সিংহ, বামে নিষ্ঠুর শিকারী। ঝুঁকি সব দিকেই রয়েছে এবং উদ্ধারের আর কোনো পথ খোলা নেই!
হরিনীটি চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দেবে, বিপদ আপদ যদি ঘটে, ঘটুক! সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বন্ধ করে মহান সৃষ্ঠিকর্তার হাতে ছেড়ে দিল।
এরপর কয়েকটি অবিশ্বাস্য ঘটনা পর পর ঘটে গেল। একটি ভয়াবহ বজ্রপাত শিকারীকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। তার লক্ষ্যভ্রষ্ট তীর গিয়ে বিঁধল সিংহের গায়ে। আকাশ থেকে নেমে এলো ভারী বৃষ্টি। ফলে আগুন নিভে বনভূমি শান্ত হয়ে গেল। হরিণটি পরম শান্তিতে একটি সুস্থ সুন্দর শাবকের জন্ম দিল।
শিক্ষা: আপনার জীবনের এমন কিছু মূহুর্ত আসবে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হবেন। তখন আপনি আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং বাকি বিষয়গুলো একজনের ওপর ছেড়ে দিন, যিনি সমস্ত জীবের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন — তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা মহান সৃষ্টিকর্তা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন