জয় রাম জয় রাম জয় গোবিন্দ |
শ্রীশ্রীঠাকুরের অমৃত বাণী |
শ্রীশ্রীঠাকুর বলতেন, যাদের বাবা, মা, ভাই, বোন ইত্যাদি
মারা গেলে ঐ সময় যে ভাবে অশৌচ পালন করেন তাতে
একজন মনে করবেন |সংসারে সবাই খাচ্ছেন, পটের ঠাকুরটা যেন অভুক্ত না থাকেন তা লক্ষ্য রাখবেন |মেয়েদের মাসে মাসে একটা অসুবিধা থাকে |অনেকে ঐ সময় ঠাকুর ঘরে যান না |ঐ পটের ঠাকুরকে শুইয়ে রাখবেন |৩, ৪ দিন সবাই বাড়িতেছেলে মেয়ে স্বামীকে নিয়ে
দিব্বি খাচ্ছেন |পটের ঠাকুর কি দোষ করলেনসবাই যখন খাচ্ছেন পটের ঠাকুরটাকেও পরিবারের একজন ভেবে
খাওয়াইবেন |শ্রীশ্রীঠাকুর কত সুন্দর ভাবে ভক্তদের বুঝিয়ে
দিতেন |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন