১৩)পিপীলিকা এবং ফড়িং:
একটি পিঁপড়ে এবং একটি ফড়িং খুব ভালো বন্ধু ছিল। ফড়িং সারাদিন আরামে কাটাতো এবং গিটার বাজাতো কিছু পিঁপড়েটি, সারাটা দিন কঠোর পরিশ্রম করে বাগানের সব কোণ থেকে খাবার সংগ্রহ করত।
ফড়িংটি প্রতিদিনই পিঁপড়েকে বিরতি নিতে বলত কিন্তু পিঁপড়ে নিজের কাজ চালিয়ে যেত। শীঘ্রই, শীত এল। রাতে ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে খুব কম প্রাণী বাইরে বের হত। ফড়িংটি খাদ্যাভাবে সব সময় কষ্টে দিন যাপন করত ।
কিন্তু, পিঁপড়েটির কাছে সারা শীত নিরুদ্বেগে কাটানোর মতো যথেষ্ট পরিমাণে খাদ্য সঞ্চয় করা ছিল তাই সে হাসিখুশিভাবে শীতকাল অতিবাহিত করতে পেরেছিল
নীতিকথা: সময় ভালো থাকা অবস্থায় কাজকর্ম গুছিয়ে নেওয়া উচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন