"নাম প্রাপ্তি" খুব সহজসাধ্য নয়। কুশাগ্র দিয়ে সমুদ্র সেচনের মত ধৈর্য্য, সহিষ্ণুতা, অধ্যাবসায় ও অভ্যাসের প্রয়োজন। যিনি তা পারেন তিনি "অভাব" ত্যাগ করে "স্বভাবে" যান, "দক্ষযজ্ঞ" বর্জ্জন করে "স্বরূপে" প্রতিষ্ঠিত হন, "ব্যাসকাশী" ছেড়ে শিবস্থানে বাস করেন; "কোন দরকার না থাকা" রূপ পরবৈরাগ্য লাভ করে "কেবল" হন "র্যা নিশা সর্ব্ব ভূতানাম্" যেখানে জেগে তিনি হন "স্বয়ং জ্যোতিঃ" -- অকামো নিস্কাম আপ্তকাম আত্মকামো, ন তস্য প্রাণাঃ উত্ক্রামন্তি। ব্রহ্মৈব সন্ ব্রহ্মাপ্যেতি (বৃহদারণ্যক - ৪ - ৪ -৬)।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন - "স মহাত্মা সুদুর্লভঃ"
বেদবাণী আলোচনা প্রসঙ্গে - অধ্যাপক শ্রীঅবনী মোহন বন্দ্যোপাধ্যায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন